পূবালী ব্যাংকের উদ্যোগে কমলনগরে বৃক্ষরোপণ
– ‘গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই’ ” স্লোগান সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় নোয়াখালী তত্বাবধানে পূবালী ব্যাংক পিএলসি হাজিহাট শাখার উদ্যোগে কমলনগরের মাওলানা আলী হোসেন সড়ক, কালা মসজিদ সড়ক, চর কাদিরা আশ্রয় কেন্দ্র গনকবর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪-এর উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক হাজিরহাট উপ-শাখার সিনিয়র অফিসার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা শাহিন রানা, বন কর্মকর্তা মো.কামরুল ইসলাম, নোয়াখালী ব্যাংকের ডিজিএম মো.মাঈনুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো.জাহাঙ্গির আলম, লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক আকবর হোসেন, সিনিয়র কর্মকর্তা মো.নুর নবী, প্রেসক্লাব সভাপতি মো. ফয়েজ মাহমুদ, মানবজমিন প্রতিনিধি ইউছুফ আলী মিঠু, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, আমাদের সময় প্রতিনিধি মুছা কালিমুল্লাহ, দেশ-রুপান্তর সংবাদদাতা আমজাদ হোসেন আমু, নতুন চাঁদের প্রতিনিধি মোশারফ হাওলাদারসহ প্রমুখ।
উপস্থিত ব্যক্তিগন বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরো সচেতন হতে হবে। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরো জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। আলোচনা সভায় বক্তারা বিদেশি গাছ বর্জন এবং দেশীয় গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে কমলনগর উপজেলা সংলগ্ন মাওলানা আলী হোসেন সড়কে নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, সবুজ বনায়ন ও উপকূলীয় এলাকায় কাঁচা সড়কে পূর্বালী ব্যাংকে সুন্দর এবং ভালো উদ্যোগ গ্রহন করেন। রামগতি-কমলনগরে ৬০০ নারিকেল গাছ রোপন করা হবে।