June 17, 2025, 8:13 am
শিরোনামঃ
গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনা রোধে মেঘনা ব্রীজের নিচে ইউটার্ণ এর দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। টুঙ্গিপাড়ায় ঈদের ছুটিতেও সেবা দিয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক। চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি প্রদান। গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা,পরিবারে শোক, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। সাতক্ষীরার শ্যামনগরে দুই জলদস্যু নজির গাজী (৪৯) ও দিদারুল ইসলাম (৩৮)–কে আটক করেছে পুলিশ। রাজশাহীতে করোনা সনাক্ত। নীল দরিয়ায় ঘুরতে আসলাম এক নারী উপরে অতর্কিত হামলা ও গলা থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনা উঠে এসেছ । খুলনায় শুরু হয়েছে খুনের মেলা, তাইতো খুলনায় বিভিন্ন স্থানে ৪৭ দিনে ১৮ খুন । ডাক পেলো ২৮তম ব্যাচ ,ডিসি ফিট লিস্টের জন্য।

কয়রায় পরিকল্পিত হত্যাকান্ডকে আত্মহত্যার ঘটনা বলে ধামা চাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুবকর সিদ্দিক, কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় পরিকল্পিত হত্যাকান্ডকে আত্মহত্যার ঘটনা বলে ধামা চাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা উপজেলার মসজিদকুড় গ্রামের শিশু পুত্র সালমান (১২) কে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার ঘটনা বলে ধামা চাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিহত শিশু পুত্রের মাতা শামসুন্নাহার। শুক্রবার ( ৪ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে শামসুন্নাহার লিখিত বক্তব্যে বলেন, গত ইং ২৮ সেপ্টেম্বর রাত্র আনুমান ৯ ঘটিকার সময় আমার পুত্র মোঃ সালমানকে সঙ্গে নিয়ে আমি ঘুমাতে যাই । ঘুমানোর পর সে ঐ দিন ভোরে প্রাকৃতিক কাজ সারার জন্য বাহিরে যায়। তারপর অনেক সময় হয়ে গেলেও সে ঘরে ফিরে না আসায় তাকে খুজতে বের হই। খুঁজাখুঁজির এক পর্যায়ে আমার মাতা নাছিমা খাতুন নদীর ধারে গোলপাতা বহনের একটি নৌকার ভিতর গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত ও পা নিচে লাগা অবস্থায় দেখতে পেয়ে হাক চিৎকার করিলে সেখানে উপস্থিত হয়ে আমার পুত্রকে উদ্ধার করে স্থানীয় জায়গীর মহল হাসপাতালে ভর্তি করি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে দেখতে পাই আমার পুত্রের গলায় বাম পাশে পোড়া দাগ ও গলার বাধনও ঢিলা। তখন আমাদের সন্দেহ হয় তার পক্ষে নৌকায় উঠা সম্ভব নয়। তাকে টেনে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে ।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ইং ২৭ ও ২৮ সেপ্টেম্বর একই গ্রামের সিরাজ সানার পুত্র আশরাফুল ও অহেদুল সানার নেতৃত্বে কবুতার ধরাকে কেন্দ্র করে একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের এক পর্যায়ে জালাল মোড়ল ও জসিম মোড়লের হুকুমে জালাল মোড়লের পুত্র নাহিদ ও তার স্ত্রী ময়না বেগম, হাফিজুল ওরফে ফটিক, তার পুত্র আব্দুল্যাহ জনসম্মুখে আমার পুত্র সালমানকে হুমকি দিয়া বলে যে,তোকে যেন এলাকায় আর না দেখি। যদি দেখতে পাই তবে তাকে শেষ করে দিব। ঐ ঘটনার রেশ ধরে আমার পুত্রকে হত্যা করা হয়েছে। পরে তারা আমার পিতা নুর ইসলামকে ভুল বুঝিয়ে এবং হুমকি প্রদর্শন করে একটি কাগজে স্বাক্ষর করে নেয়। পরে জানতে পারি তাকে দিয়ে গত ইং ২৯ সেপ্টেম্বর কয়রা থানায় একটি অপমত্যু মামলা দায়ের করেছে । স্থানীয় পুলিশ প্রশাসন তাদের দ্বারা প্রভাবিত হয় এই কাজটি করেছে। একটি পরিকল্পিত হত্যাকান্ডকে তারা আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিকল্পিত হত্যাকে আত্মহত্যার ঘটনা বলে যাতে ধামা চাপা না দিতে পারে তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Skip to toolbar