১৪ জুন,
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন মহিলালীগের নেত্রী আসলেমা আক্তার খুঁশি ও তাঁর স্বামী আব্দুল ওহাবের বিরুদ্ধে এক বৃদ্ধ মহিলার জায়গার সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখল ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ জুন) বিকেল পাঁচটায় ভুক্তভোগী ওই বৃদ্ধ মহিলার মেয়ে নাজিরা আক্তার নাজু পরিবারের সদস্যদের নিয়ে পাঁচবিবি মডেল প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাজিরা আক্তার নাজু বলেন, পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর মোলান মৌজার ১৩৬৪/৬৫ দাগের আমার মায়ের নিজ নামীয় সাড়ে ১২ শতাংশ সম্পত্তি আছে। যেখানে কিছু সম্পত্তির উপর আমাদের একটি গুদাম ঘর নির্মাণ করা আছে, যেটি বর্তমানে ভাড়া দেওয়া আছে। বর্তমানে সেই সম্পত্তির বাঁকী অংশে গত (১১ জুন) তারিখে ইট দিয়ে আমরা সীমানা প্রাচীর দিলে ওইদিন রাতের আধারে মোলান রশিদপুর গ্রামের আসলেমা আক্তার খুঁশি, তাঁর স্বামী আব্দুল ওহাব, তাঁর ছেলে আসমাউলসহ ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে উজ্জল ও ধুলবরের ছেলে আলম আমাদের সীমানা প্রাচীর ভেঙে দিয়ে জায়গা দখলের চেষ্টা করেন। এছাড়া গুদাম ঘরে তালা দেওয়ার চেষ্টা করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই সম্পত্তি ছেড়ে দিবে মর্মে বিবাদীরা দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা দিতে অপারগতা জানালে তাঁরা আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধুমকি দিচ্ছেন। এঘটনায় পাঁচবিবি থানায় একটি সাধারন ডায়েরীও করেছি। বর্তমানে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি। আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে আমাদের বৈধ সম্পত্তি উদ্ধার পূর্বক প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনের বিষয়ের মহিলালীগের নেত্রী আসলেমা আক্তার খুঁশির মুঠোফোন একাধিকার কল দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। একারনে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।