খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার উপজেলা প্রশাসন এর কর্তৃক রুটিন ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নব যোগদানকারী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমানের নেতৃত্বে,
সেতু ব্রিকস প্রোপাইটার গাজী আব্দুস সালাম এর নিকট হইতে নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী ইটের ভাটা এসবি ব্রিক্স,প্রোপাইটার ফজলুর রহমান নিকট হইতে জরিমানা বাবদ ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) নগদ আদায় করা হয়। সর্বশেষে এন কে বি ব্রিকস প্রোপাইটার প্রফুল্লপ্রফুল্ল চন্দ্র রায় এর নিকট হইতে জরিমানা বাবদ ৫,০০,০০০/-,(পাঁচ লক্ষ টাকা)নগদ আদায় করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩(৪),লঙ্ঘনের দায়ে ১৪ ধারা উক্ত জরিমানার টাকা আদায় করা হয় । জরিমানা টাকা আদায়ের নেতৃত্বে ছিলেন বর্তমান সহকারী কমিশনার ভূমি ডুমুরিয়া খুলনার মোঃ আসাদুর রহমান।