December 4, 2024, 4:35 pm
শিরোনামঃ
বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমাবেশ গাজীপুরে কাজী আজিমউদ্দিন কলেজ পরিদর্শন করলেন জিএমপি পুলিশ কমিশনার বিজিবি’র বিশেষ অভিযানে ৬ হনুমানসহ ভারতীয় পন্য আটক ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল আজ মুস্তাফিজুর রহমান পুত্র সন্তানের বাবা হলেন ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল নড়াইলে দুপক্ষের মধ্যে গোলাগুলি দুইজন গ্রেপ্তার এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন কোটালীপাড়ায় উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ। রূপগঞ্জে ছাত্রদল নেতাকে ফাঁসাতে গিয়ে ধর্ষণ মামলায় পুলিশের সোর্স গ্রেফতার ক্ষুদিরাম এক্কা এর মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদের শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

স ম জিয়াউর রহমান :

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকার সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিচ্ছে।

সারা ব্রাহ্মণবাড়িয়ায় বাছ-বিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এসব মিথ্যা ও ভিত্তিহীন মামলায় যারা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, এমন ব্যক্তিদের; বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চাকুরীজীবী, এমনকি মামলায় উল্লেখিত ঘটনাস্থল থেকে ৩০/৪০/৫০ কিলোমিটার দূরের অজপাড়াগাঁয়ের খেটে মানুষকেও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।

আবার যাদের নামে মামলা নেই তাদেরকে গ্রেফতার করে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। গ্রেফতার থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সমর্থকদেরও রেহাই দেয়া হচ্ছে না।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের এবং গণহারে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। একই সাথে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের কারাবন্দী নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা