December 8, 2024, 10:02 pm
শিরোনামঃ
আল আমিন এর বায়ু পথে মিললো দুইটি স্বর্ণের বার নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে সাইকেল র্র‌্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত কবরের জীবনটা সহজ হবে না! জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভা অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ২ নং- চাড়োল ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা । পড়ালেখা ও খেলাধুলা একে অপরের পরিপূরক- এ দুটো যার আছে সে সবচেয়ে ভালো : লায়ন সৈয়দ হারুন সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে আলোচনা সভা পটিয়ায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা : রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাতের সমাবেশে বক্তারা

চট্টগ্রাম প্রতিনিধি

রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা : রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাতের সমাবেশে বক্তারা

“ মিলাদুন্নবী (দ.) জুলুস ও বিভিন্ন মাজারে হামলা ও পিঠিয়ে মানুষ হত্যা, সুন্নী আলেমদের হত্যার হুমকির মাধ্যমে দেশকে একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা। ফ্যাসিবাদ হতে মুক্ত হয়ে নতুন করে আরেকটি ফ্যাসিবাদের উত্থান যেন না হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে আয়োজিত “ শান্তি ও সম্প্রীতি সমাবেশ”- এ বক্তারা একথা বলেন।
বৃহষ্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রোয়াজারহাট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা জরিফ আলী আরমান।
আহলে সুন্নাতের সমন্বয়ক মুহাম্মদ করিম উদ্দীন হাছান ও মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা গোলামুর রহমান আশারফ শাহ, অধ্যক্ষ তৈয়ব আলী, পীরজাদা ওবাইদুল মোস্তফা নঈমী, অধ্যক্ষ নাছির উদ্দীন তৈয়বী,হাফেজ আবদুর রহমান জামী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির সদস্য অ্যাডভোকেট ইকবাল হাসান, আহলে সুন্নাত নেতা আ ন ম নজমুল হোসাইন নঈমী, অধ্যক্ষ ইলিয়াস নূরী, কাজী মোস্তফা কলিম, মাওলানা আবুল কালাম বয়ানী, অধ্যক্ষ নুরুল আলম, উপাধ্যক্ষ মুজিবুর রহমান নেজামী, অধ্যক্ষ মারফাতুন্নুর, এইচ এম শহীদুল্লাহ, নুর মোহাম্মদ মেম্বার, করিম উদ্দিন নূরী, ইলিয়াছ আহমদ নঈমী, মাহমুদুর রশীদ মাসুদ, আরিফুর রহমান রাশেদ, আহমেদ রেজা, জাহিদুল ইসলাম খোকন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “ এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহাবস্থান এখানে। দেশে নৈরাজ্য সৃষ্টির সকল ষড়যন্ত্র, অপচেষ্টা রুখে দেয়া হবে। দেশে বিভিন্ন মাজার, খানকা, মসজিদে হামলা ও দখলের ঘটনা ঘটে চলছে। মাজারে শিরক বন্ধের নামে নৃশংসভাবে পিঠিয়ে মানুষ হত্যা করছে। যা ইসলাম কখনো সমর্থন করেনা। কতিপয় জঙ্গী সংগঠন একাট্টা হয়ে ঐ ধরনের নেক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে ইসলাম ও ইসলামী রাজনীতিকে ভীতিকর গড়ে তোলার অপচেষ্টা করা হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আত এ ধরনের অপকর্মের নিন্দা জানাচ্ছে। ”
সমাবেশ শেষে,“ভারতে নবীর শানে কটুক্তি, দেশ বিরোধী ষড়যন্ত্র, মসজিদ,মাজার ও সুন্নী আলেমদের ওপর হামলা ও শিক্ষকদের জোর পূর্বক পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা