অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও অ্যালেক্স’র যৌথ মেডিকেল ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত
অক্টোবর লায়ন্স সেবা মাস ২০২৪ উপলক্ষ্যে আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম শ্রেষ্ঠ জেলা লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগং অ্যালেক্স, লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি ও রহমাননগর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে সুন্নাতে খতনা, ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস টেস্ট, ফ্রি মেডিকেল ক্যাম্প, পলিথিন ও ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক প্রোগ্রাম নগরীর রহমান নগর আবাসিক এলাকার মসজিদ-ই-নূরে গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের মাননীয় জেলা গর্ভনর লায়ন কোহিনুর কামাল এমজেএফ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গর্ভনর ও সেকেন্ড সেঞ্চুরী এ্যাম্বেসেডর ও লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স এর গাইডিং লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ । এতে যৌথ ভাবে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন এমজেএফ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যালেক্স এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্দ টিপু সুলতান চৌধুরী। লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন আবু রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি মন্ডলী ছাড়া আরো বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির গাইডিং লায়ন ও সিনিয়র গভর্ণর এডভাইজর লায়ন ডা: আবদুল্লাহ আল হারুন এমজেএফ,লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সিনিয়র গভর্ণর এডভাইজর লায়ন মোহাম্মদ রোসাঙ্গীর বাচ্চু, প্রাক্তন প্রেসিডেন্ট ও সিনিয়র গভর্ণর এডভাইজর লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মুসলেহ উদ্দিন মনসুর, প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবদুল মতিন, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ বদিউর রহমান , প্রাক্তন প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন লায়ন কাশেম শাহ, রহমান নগর সমাজ কল্যান পরিষদের উপদেষ্ঠা ও ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ একরামুল হক, সদস্য সচিব মোহাম্মদ জিয়াউল হুদা , রহমান নগর সমাজ কল্যান পরিষদের পরিচালক মোহাম্মদ নাজিমুদ্দীন, সভাপতি মোহাম্মদ খসরু ও লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে।
আরো উপস্থিত ছিলেন ইম্পোরিয়াল সিটি লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন শাহতাব উদ্দিন আহমেদ রিকু, লায়ন মুরাদুল হক, লায়ন নুরুল আফসার জুয়েল, লিও জেলার কেবিনেট সেক্রেটারী লিও মোহাম্মদ শওকত , রহমান নগর সমাজ কল্যান পরিষদের সহ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সহ সভাপতি মোহাম্মদ রিয়াদ সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ফুয়াদ, মোহাম্মদ হাসনুর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ নাসির, মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ সানি, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শিমুল, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রাক্তন প্রেসিডেন্ট লিও সিরাজুল ইসলাম রিপন, প্রাক্তন প্রেসিডেন্ট লিও সৌমেন বড়ুয়া, ইম্পেরিয়াল সিটি লিও ক্লাব প্রেসিডেন্ট লিও শামীম খান ভাইস প্রেসিডেন্ট লিও মিনহাজ মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি লিও চয়ন বড়ুয়া, লিও মুস্তাকিম আজম চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লিও ইমাম হাসান সাহিল, লিও নাজমুল হুদা সাকিব, লিও কাজল আক্তার, লিও নুসরাত জাহান পায়েল, লিও পারভেজ মোশাররফ, লিও আফ্রিদি, লিও জুয়েল, লিও আসিফ, লিও আমিনুল ইসলাম রিমন, লিও সজীব ও লিও সাগর ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন জেলা ৩১৫-বি-৪ এর গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ বলেন- “সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই ‘যত্নের ছায়া, ছড়ায় মায়া’ নামে আমার এই কল। সকলের প্রতি আহবান থাকবে আপনারা অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
উল্লেখ্য লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ২০২৪-২০২৫ লায়ন্স সেবা বর্ষের লায়ন্স জেলা গর্ভনর লায়ন কোহিনুর কামাল এমজেএফ এর কল “শেয়ার এন্ড কেয়ার ”বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ।