ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেফতার-৮
বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ৫ আগষ্ট ঠাকুরগাঁওয়ের রোড এলাকায় ৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়। ২ অক্টোবর বুধবার গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। গ্রেফতারকৃতরা হলেন, মো: আরিফুর রহমান (৩১), মো: আল-আমিন (৩৪), মো: জাহেরুল ইসলাম (৪২), মো: শাহ জালাল (৪৩), মো: আনোয়ার জাহিদ ওরফে রুমি (৫৬), মো: মানিক হোসেন (৪০), মো: আল-আমিন (২৭) ও মো: আশরাফুল ইসলাম (২৩)। আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসামীরা এ ঘটনায় আনিত মামলার বাদী মো: জাকির হোসেন (৫৪) এর ছেলে মো: রাকিবুল হাসান (রকি)সহ নিহত ৪ জনকে আন্দোলন হতে বিরত থাকতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরে ভয়-ভীতি দেখায়। তারা রাজী না হলে তাদের আন্দোলন বিষয়ে আলাপ-আলোচনার জন্য মামলার ১৮ নং- আসামীর বাড়িতে নিয়ে সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগুনে পুরিয়ে হত্যা করে। দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে এবং ঢাকায় চিকিৎসাধীন সহ মোট ৪ জন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রকির পিতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।