সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে স্বারকলিপি প্রদান।
সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবীতে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি প্রদান করেছে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে ওই স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি প্রদানে আমতলী উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ লিটন, তৌহিদ কামাল, মাসুম বিল্লাহ, মামুন অর রশিদ, রেজাউল করিম, জাকির রানা, সাবিনা ইয়াসমিন, আবদুল্লাহ আল মামুন, জাবের দেওয়ান, জোসনা আক্তার প্রমুখ।
সহকারী শিক্ষকরা তাদের ১০ম গ্রেড দাবীটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।