২৫ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে শিশুসাহিত্য উৎসব :
লেখক নিবন্ধন কার্যক্রম শুরু
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ২৫ ও ২৬ অক্টোবর ২০২৪ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে দু’ দিনব্যাপী শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী লেখকদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। লেখক নিজে বা তাঁর পক্ষে যে কেউ রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন। ফি বিকাশে দেওয়া যাবে, অথবা সরাসরি এসেও জমা দেওয়া যাবে।
বিকাশ নম্বর :
০১৭৪৯-৭৪৯৩৫৯ (আজিজ রাহমান),
০১৮১৯-৩০৫৪৯৮ (বাসুদেব খাস্তগীর)।
ফি বিকাশ করার পর ফোন করে টাকা প্রাপ্তির বিষয়টা নিশ্চিত হতে হবে। নিবন্ধনের শেষ তারিখ : ১৫ অক্টোবর ২০২৪।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ : শৈলী, চট্টগ্রাম একাডেমি ভবন, কদম মোবারক বাই লেইন, মোমিন রোড, চট্টগ্রাম। মোবাইল : ০১৮১৮-০১৬৫৮০ (রাশেদ রউফ)।
কৃতজ্ঞতায়– বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ এর টাইম লাইন থেকে নেয়া।
পোস্টার ডিজাইন : শিল্পী মোমিন উদ্দীন খালেদ।