December 11, 2024, 6:33 am
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস নওগাঁ দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া আঞ্চলিক বাঁকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান মাইজভান্ডারী তরিকার অন্যতম অনুঘটক সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) ওরশ শরীফ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মো. কামাল উদ্দীনের প্রবন্ধ: পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐতিহাসিক দায়িত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারীর মৃত্যু চিরিরবন্দর ৩ জনকে কুপিয়ে আহত করেছেন হিন্দু সন্ত্রাসীরা।

গাদ্দার আওয়ামীলীগের বিচার আল্লাহই করেছেন – মির্জা ফখরুল  

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

গাদ্দার আওয়ামীলীগের বিচার আল্লাহই করেছেন – মির্জা ফখরুল  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছেন, আওয়ামীলীগ দেশের মানুষকে ভোট দিতে দেয় নি। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। তারা দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। আল্লাহ তাদের বিচার করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজনে সম্প্রিতি ও গণতন্ত্র রক্ষা এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৬ বছরে দেশের সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে আওয়ামীলীগের নেতারা। লুট করা টাকা তারা বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে দিয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা দেশটাকে বাপ দাদার জমিদারি মনে করেছিলো। যখন ইচ্ছা মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখতো, না হলে হত্যা করতো। ইলিয়াস আলী সহ গুম হওয়া অসংখ্য নেতাকর্মীর স্বজনরা এখনো তাদের পথ চেয়ে আছে।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার সরকার বর্তমানে দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করছে। মাঠ পরিষ্কার হলেই ওবায়দুল কাদের সাহেবকে খেলার আমন্ত্রণ জানাবো, আসেন  খেলা হবে।
তিনি আরো বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস একজন সার্বজনীন ব্যক্তিত্ব। তিনি নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে অথচ শেখ হাসিনা তার নামে মামলা দিয়ে তাকেও জেলে পাঠাতে চেয়েছিলেন। বিধি বাম তিনি নিজেই এখন দেশ ছাড়া।
ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে অনষ্ঠিত জনসভায় আরো বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া ও জেড মর্তুজা তুলা চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক জিএস ওবায়দুল্লাহ মাসুদ, কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আহম্মেদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন, জেলা, বিএনপি নেতা জিল্লুর রহমান জুয়েল, আমিনুল ইসলাম, রহুল আমিন, রেজাউল করিম রাজা, আসাদুজ্জামান চৌধুরী মানু, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, যুবদল নেতা নাজমুল হুদা মিঠু, দিদারুল ইসলাম রানা, হায়দার আলী, আতিকুজ্জামান আতিক, ছাত্রদল নেতা ফজলুল হক সুর্য, জীবন ইসলাম, শরিফ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা