আগামীকাল মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারে বাপ্পী বড়ুয়া’র অন্ত্যেষ্টিক্রিয়া
চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের উপাসক প্রয়াত অধীর বড়ুয়া (রাখাল)’র সহধর্মিণী পুণ্যশীলা উপাসিকা বাপ্পী বড়ুয়া (৬৭) ৯ সেপ্টেম্বর সোমবার রাত ১টায় নিজ বাসভবনে হৃদযন্ত্র বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, নাতি—নাতনী, আত্মীয়—স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. সুকমল বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদুল্লাহ, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি অধ্যাপক ঝন্টু বড়ুয়া, একমুঠো বৌদ্ধ তরুণ’র সমন্বয়কারী সরিৎ চৌধুরী, বিপ্লব বড়ুয়া, রাজীব বড়ুয়া, বিনয়বাঁশি শিল্পী গোষ্ঠী’র সভাপতি অনুপম বড়ুয়া পারু, দি ইয়াং বুড্ডিস্ট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাবু বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয়া পরিষদ’র সভাপতি শাক্যপদ বড়ুয়া, তাপস বড়ুয়া, শান্তপদ বড়ুয়া গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রয়াত বাপ্পী বড়ুয়া ‘পিএইচপি স্টিলের’ ব্যবস্থাপক জুয়েল বড়ুয়া ও চন্দনাইশ বৌদ্ধ পরিষদের দাতা সদস্য, চট্টগ্রাম মহানগর যুব দলের সহ—ধর্মবিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহ—সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরাম চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও একমুঠো বৌদ্ধ তরুণ’র সমন্বয়কারী রুবেল বড়ুয়া হৃদয়’র মাতা।
আগামীকাল ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার চন্দনাইশ পৌরসভাস্থ মধ্যম জোয়ারা গ্রামে সুখরঞ্জন বিহারে দুপুর ১টায় অনিত্যসভা, ৩টায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।