পল্লী বিদ্যুৎতের ভুতুড়ে বিলে অতিষ্ট বাকেরগঞ্জের গ্রাহকরা
বরিশাল জেলার বৃহত্তর উপজেলা বাকেরগঞ্জে
পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে বিপাকে পড়েছে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর গ্রাহকরা।
জুলাই মাসের বিদ্যুৎ বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকদের।
জানা যায় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতায় বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস রয়েছে।।
গত জুলাই মাসে এই এলাকার অধিকাংশ গ্রাহকদের বিদ্যুৎ বিলের সঙ্গে যোগ করা হয়েছে অতিরিক্ত টাকা।
মিটার রিডার গ্রাহকের বাড়িতে না এসে অফিসে বসে বিল তৈরী করছেন বলে অভিযোগ গ্রাহকদের।
নাম প্রকাশ না করা শর্তে পল্লী বিদ্যুৎ অফিসের এক মিটার রিডার বলেন সারা বছরের পল্লী বিদ্যুতের মোটা অংকের টাকা ঘাটতি দেখা যায়।জুন জুলাইতে ক্লোর্জিং এ সেই ঘাটতি পূরন করতে অনেক ক্ষেত্রে বাড়তি বিল তোলার নির্দেশনা দেওয়া হয়।।
বাকেরগঞ্জ পল্লী বিদুৎ সমিতি _১ এর ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস বলেন, রিডিং কাজে কর্মরতরা মাঠপর্যায়ে না যাওয়ার কিছু ক্রুটি হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।