অতিবৃষ্টিতে কোম্পানীগঞ্জের লাখো মানুষ পানিবন্দি।।।
ঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত কয়েকদিনের বিরামহীন অতিবৃষ্টির কারণে কোম্পানীগঞ্জের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা—প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পানি বন্দী মানুষ। গত কয়েকদিনের টানা বর্ষণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শত শত হেক্টর আমন বীজতলা, আউশ ও রোপনকৃত আমন ধানসহ নানা ধরনের সবজি ক্ষেত, মৎস খামার, গুরুর খামার, সম্পূর্ণ পানির নীচে ডুবে রয়েছে।
এদিকে অধিক ক্ষতিগ্রস্থ চরবালুয়া, গুচ্ছগুাম, দক্ষিণ চরএলাহী, চর মওদুদ, চরগাজী মিজান, চর আমজাদ, চর রমজান ও গাংচিল গ্রামের বাসিন্দারা। বর্তমানে ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য আত্মগোপনে থাকায় সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সিএনজি চালক জাহাঙ্গীর বলেন, বসতঘর, রান্নাঘরের চুলাসহ সব কিছু গত কয়েকদিন পানিতে ডুবে গেছে। খাবার কেনার টাকা নেই তাই সিএনজি নিয়ে বের হয়েছি। এখন সিএনজিতে পানি ঢুকে তাও বিকল হয়ে গেছে।
কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকার পোলট্রি খামারি নুর উদ্দিন বলেন, বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় খামারের প্রায় ২ হাজার মোরগ ও বাচ্চা মারা গেছে। এছাড়া ওই এলাকার শত শত পুকুরের মাছ ভেসে গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী জানান, আমি দক্ষিণাঞ্চলের চরএলাহী ইউনিয়নের অধিকাংশ এলাকা সফর করে এসেছি। তাদের ক্ষয়—ক্ষতির সম্পর্কে আমি অবগত আছি। আজ বুধবার ক্ষতিগ্রস্থ ও পানিবন্ধি মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।