বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ শিক্ষার্থীদের বিজয় মিছিল।।।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে স্ব স্ব পদ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম এবং সহকারী প্রক্টর ড. মাহফুজ আলমসহ প্রক্টোরিয়াল বডির মোট আটজনে পদত্যাগ করেছেন।
শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মধ্যে আজ মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্রে সই করতে বাধ্য হয়েছেন উপাচার্য। তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছেন প্রক্টর ও সহকারী প্রক্টরসহ অন্যান্যরা।
পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেছেন, বর্তমানে ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি।’
অপরদিকে ভিসি, প্রক্টরসহ অন্যান্যদের পদত্যাগের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিজয় মিছিল করেছেন। এর আগে সোমবার বিক্ষোভ মিছিল করে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো শিক্ষার্থীরা। সেখানে ভিসির পদত্যাগের পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপ তৈরী হলে আজ মঙ্গলবার পাল্টাপাল্টি কর্মসূচি ছিল উভয় গ্রুপের। পরে পরিস্থিতি শান্ত রাখতে আজ মঙ্গলবার বেলা একটার দিকে ভিসি সহ অন্যান্যরা পদত্যাগ করেন।