December 11, 2024, 6:10 am
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস নওগাঁ দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া আঞ্চলিক বাঁকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান মাইজভান্ডারী তরিকার অন্যতম অনুঘটক সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) ওরশ শরীফ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মো. কামাল উদ্দীনের প্রবন্ধ: পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐতিহাসিক দায়িত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারীর মৃত্যু চিরিরবন্দর ৩ জনকে কুপিয়ে আহত করেছেন হিন্দু সন্ত্রাসীরা।

বিজিবি’র সহযোগিতায় সীমিত আকারে চালু মহেশপুর থানার কার্যক্রম।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ

বিজিবি’র সহযোগিতায় সীমিত আকারে চালু মহেশপুর থানার কার্যক্রম।

ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম বিজিবি’র সহযোগিতায় সীমিত আকারে চালু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিজিবি কর্মকর্তা থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল শাহ মো: আজিজুস শহীদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান ও মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল শাহ মো: আজিজুস শহীদ জানান, সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতে বিজিবির অবজারভেশন পোস্ট রয়েছে। সেখান থেকে মানুষকে সচেতন করা, তাদের যে কোন সমস্যায় সহযোগীতা করা হচ্ছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, এখন স্বল্প পরিসরে চালু করা হলেও তাদের দাবী মানা হলেই দ্রæততম সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন তারা। সেক্ষেত্রে জনগণের ভোগান্তি সম্পূর্ণরুপে লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা