“নো হেলমেট নো ফুয়েল” – সুন্দর এ কথাটি লেখা দেখলাম গোপালগঞ্জের একটি পেট্রোল পাম্পে। আদেশ ক্রমে ছিল জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের নাম। আইন শৃঙ্খলার চরম অবক্ষয়ের সময়ে এ ধরনের পদক্ষেপ জাতিকে নতুন আলোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই স্লোগান টি।
আসলে হেলমেটটা পরে মোটরসাইকেল চালানো মূলত একটি প্রশাসক বা জেলা এসপি আদেশ নয় এটি পড়া মূলত আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।
কর্তব্য পালনে প্রতিটি মানুষের উচিত সঠিকভাবে পালন করা এবং নিজের দায়িত্বের সম্পর্কে প্রতিটি মানুষের সচেতন হওয়া।
একটি হেলমেট পারে একজন মোটরসাইকেল আরোহীর দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে, সে তার দুর্ঘটনা টাকে এড়িয়ে চলতে পারে এবং অন্যদিকে সরকারি আদেশের প্রতি নিজেকে অবগত করতে।
প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত ছিল নো হেলমেট,নো ফুয়েল নো মোটরসাইকেল ড্রাইভ।