মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক সংলাপের অংশ হিসাবে মীরসরাই উপজেলার আওতাধীন শাখা কমিটি সমুহের সাথে সাংগঠনিক সংলাপ ২০২৪ গতকাল ১২ জুলাই শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় মীরসরাই পৌরসভার সম্মেলন কক্ষে কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে ও মীরসরাই উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সংলাপে কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোঃ শেখ মজিবুর রহমান(বাবুল), মোঃ হুমায়ুন কবির মাষ্টার সাহেব, ও জনাব মোহাম্মদ দিদারুল আলম এবং উপজেলা সাংগঠনিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম, মোঃ আবু তাহের সবুজ সাহেব, জনাব মোহাম্মদ ইব্রাহীম ও মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন। সংলাপে পবিত্র কোরআনুল কারীম হতে তেলাওয়াত করেন মোঃ ইফতেখার হাসান সিহাব, নাতে রাসুল ( সাঃ) পাঠ করেন মোঃ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক, মীরসরাই বাজার শাখা ও মাইজভান্ডারী কালাম পাঠ করেন মো: জাহেদ হোসেন, সাধারন সম্পাদক, দক্ষিণ গোভনীয়া মীরসরাই পৌরসভা শাখা, সংলাপে শাখা কমিটি সমুহের পক্ষে বক্তব্য রাখেন মো: ভৌহিদুল ইসলাম মাহফুজ, সভাপতি বড় দারোগার হাট শাখা ও মোঃ আব্দুল আজিজ, সিনিয়র সহ সভাপতি, চরশরৎ শাখা। উপজেলা সাংগঠনিক সমন্বয়কারীগণের পক্ষে সাংগঠনিক প্রতিবেদনসহ বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ইব্রাহীম সাহেব।
পরবর্তীতে কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ শাখা কমিটি সমুহের সাথে স্ব স্ব শাখার সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।