সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা প্লাবন খান মজলিস (২৫) কে আটক করেছে র্যাব-৪। এসময় তার কাছ থেকে পিস্তল ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার মধ্যরাতে সাভার মডেল থানা সংলগ্ন সরকার দলীয় প্রয়াত সাংসদ খান মজলিশের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চামকা জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সাভার মডেল থানার পাশেই দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল সাবেক সাংসদের নাতি ও সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শীর্ষ মাদক ব্যবসায়ী প্লাবন খান মজলিশ। সাভার পৌর এলাকার দক্ষিনপাড়াস্থ প্রয়াত সাংসদ খান মজলিশের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তাকে আটকের পর তার বাসা থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ থেকে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে