মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে ঈদুল আদ্বহার ৩টি জামাত অনুষ্ঠিত।
মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আদ্বহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামাতে অর্ধ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন।
রবিবার (১৭ জুন) সকাল সাড়ে ৬ টায়, সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এ তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমামের দায়িত্ব পালন করেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।
সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, সানী ইমামের দায়িত্ব পালন করেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করেন বায়তুল মনোয়ার জামে মসজিদ (স্ট্যান্ড মসজিদ) এর খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, সানী ইমামের দায়িত্ব পালন করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাসান আহমদ চৌধুরী।
পবিত্র ঈদুল আদ্বহার জামাতে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ী সহ ৭টি উপজেলার শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেসব জামাতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নামাজ আদায় করে কুশল বিনিময় করেছেন।