পাবনার চাটমোহরে ৫ কেজি গাজাসহ গ্রেপ্তার-৩।
মোঃ নূরুন্নবী পাবনা
পাবনার চাটমোহর থানা পুলিশ ৫ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (১২ জুন) রাত ১০টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী প্রাইমারী স্কুলের পেছন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মোস্তফা, এএসআই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী প্রাইমারী স্কুলের পেছন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো, ধুপুলিয়া গ্রামের ফজর আলীর ছেলে মো. মতিন (৩৫), মৃত কাশেম আলীর ছেলে মো. কালাম হোসেন (৩২) এবং দিঘুলিয়া গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে মো. খোকন ইসলাম (৩২) কে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৫টি পলেথিন ব্যাগে ৫ কেজি শুকনা গাজা পাওয়া যায়।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের আজ বৃহস্পতিবার (১৩ জুন) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
পাবনা জেলা প্রতিনিধি
১৩/০৬/২৪