ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন গ্রেফতার।
ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশী অভিযান ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মুনিরুল ইসলাম, এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আসামি ১। মোঃ মাহাবুল মন্ডল (৫৪), পিতা-মৃত ইদ্রিস আলী মন্ডল, সাং- ভাসানপোতা, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ইং-১৩/০৬/২০২৪ তারিখ কোটচাঁদপুর থানা এলাকায় চেকপোস্ট ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানাধীন কাগমারী সাকিনস্থ কাগমারী মোড় সংলগ্ন যাত্রী ছাউনীর পাশে কালীগঞ্জ টু খালিশপুর গামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে সকাল ০৯.৪৫ ঘটিকায় ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ এই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান-৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীকে তল্লাশীকালে তার কাছে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় থাকা ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হাতে বের করে দেয়।
আসামী দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে কোটচাঁদপুর থানা সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।