চাটখিলে মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত।
:
(১২ জুন ) নোয়াখালীর চাটখিল থানার কনফারেন্স রুমে হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নোয়াখালীর চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং পৌর সমন্বয় কমিটির সভাপতি জনাব দুলাল (সাবেক কমিশনার) ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যগণের উদ্দেশ্যে শিশু নির্যাতন, ধর্ষণ বিষয়গুলো প্রতিরোধের ব্যাপারে আরো নজরদারি বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় চাটখিল সার্কেল এ ধরনের অপরাধের ব্যাপারে সকল ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং এর প্রতি জোর দিতে বলেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও অন্যান্য বক্তারা এই অপরাধ যেনো চাটখিলে আর না ঘটে এ ব্যাপারে সবাই সতর্ক দৃষ্টি রাখবেন বলে জানান।