নাজিরপুরে মামার ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে ভাগিনার মৃত্য।
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে মামার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে (ভাগিনা) তাকরিম শেখ (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১২ জুন) বিকাল ২টায় উপজেলার চালিতাবাড়ী নামক স্থানে। শিশু তাকরিম শেখ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোঃ ইমরান হোসেনের পুত্র।
নিহত শিশুর নানা এস এম রেজাউল করিম জানান, শিশু তাকরিম শেখ মা-বাবার সাথে তার মামার বিয়েতে বেড়াতে এসেছিল। নিহত শিশুর চার মামার একজন আবুল হাসান (৩৫) তিনি ইজিবাইক চালান। বাড়ীতে রাখা ইজিবাইক রাস্তায় ওঠার সময় পিছন দিকে ব্যাক দেওয়ায় গাড়ীর সাথেই দাড়িয়ে থাকা শিশু তাকরিম শেখ গাড়ীর ধাক্কায় পড়ে যায় এবং মাথা চাকার নীচে পিষ্ট হয়। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা শিশুটিকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ওসি তদন্ত মোঃ জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ফোর্স পাঠাই, লাশ উদ্ধার করি সকল তথ্য সংগ্রহ করি। কারও কোন অভিযোগ না থাকায় মৃতের পিতা-মাতার কাছে লাশ হস্তান্তর করা হবে।
মাজেদুল কবীর রাসেল
নাজিরপুর, পিরোজপুর।
মোবাইলঃ০১৭১১৯৫৩৯৪২