দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। জনাব গোলাম সরোয়ার টুকু খুব অল্প সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এই তরুণ সংসদ সদস্য।
বরগুনা -১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু মহাদয় এর অর্থায়নে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আঠারগাছিয়া ইউপির ৩ নং ওয়ার্ডে এই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ৩নং ওয়ার্ডের মেম্বার মো.লিয়াকত আলী লিমন ।
উক্ত রাস্তাটি দ্রাজআলী হাওলাদার বাড়ি থেকে শুরু করো মিলন তালুকদার বাড়ি পর্যন্ত প্রায় ২২০০ ফুট নির্মাণ করা হবে এই গ্রামের যাতায়াতের রাস্তাটি নির্মাণের মাধ্যমে প্রায় ৪০০ পরিবার যাতায়াত করবেন ওই রাস্তা দিয়ে। রাস্তা না থাকায় বিশেষ করে বর্ষাকালে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর।
এলাকাবাসীর এই ভোগান্তি দূর করতে আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রিপন এর একান্ত প্রচেষ্টাও ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. লিয়াকত আলী লিমন এর তত্ত্বাবধানে। এমপি জনাব গোলাম সরোয়ার টুকু মহাদয় এর অর্থায়নে এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় এবং খুব শীঘ্রই রাস্তার কাজ সম্পন্ন করা হবে।
ইউপি চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রিপন বলেন
রাস্তাটির কাজ উদ্বোধনের সময় আমি উপস্থিত থাকতে পারিনি। তাই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতেই সরোজমিনে এসেছিলাম কাজ ভালই চলছে আশা করি খুব ভালোভাবেই কাজটি সম্পূর্ণ হবে। এছাড়াও ইউপি সদস্য মো. লিয়াকত আলী লিমন বলেন এই রাস্তার কাজটি সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে অনেকগুলো পরিবারের যাতায়াতে, ও শিক্ষার্থীদের বিদ্যালয় আসা যাওয়ায় অনেকটাই সহজ হয়ে উঠবে।