ফেসবুকে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে স্বামী ও মামাতো দেবরের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূর মামাতো দেবর রুহুলকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী জানান, তার স্বামী প্রবাসে থাকেন। অনলাইনে স্বামীর সঙ্গে অডিও এবং ভিডিও কলে তিনি কথা বলতেন।
অসতর্কতার সুযোগে তার স্বামী কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন।
সম্প্রতী দাম্পত্য কলহের জেরে তার স্বামী কিছু আপত্তিকর ছবি ও ভিডিও তার মামাতো ভাই রুহুলকে প্রদান করেন। রুহুল সেই ভিডিও একাধিক ভূয়া ফেসবুক আইডিতে পোস্ট করেন।
বাদি বলেন, ‘গত ১৪ মে ফেসবুকে ওই ভিডিও দেখতে পাই।
পরবর্তীতে রুহুল আমাকে কু-প্রস্তাব দেন, তাতে তিনি রাজি না হলে ওই সব ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও প্রদান করেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আবুল কালাম আজাদ জানান, এ মামলার ১নং আসামি রুহুলকে গ্রেপ্তার করা হয়েছে।