বাংলাদেশ মেরিন একাডেমির ১৪ তম ব্যাচ এর পারভেজ এর শুভ বিবাহে অনুষ্ঠিত
আনোয়ারা উপজেলার বাংলাদেশ মেরিন একাডেমির ১৪ তম ব্যাচের সকল শিক্ষার্থীর বন্ধু মহলের প্রিয় বন্ধু পারভেজ এর শুভ বিবাহ উপলক্ষে বিবিসি নিউজ লাইভ ২৪ বিডি চট্টগ্রাম বিভাগীয় প্রধান আহমদ রেজার, আরো ছিলেন,আবু সালেক,জাবেদ বিন হাসান,মো রাশেদ,মো টিপু খান,সাখাওয়াত চোধুরী।তাদের উপস্থিতিতে ক্র্যাস উপহারে প্রদানের মধ্যে অনুষ্ঠানটি সৌন্দর্য মন্ডিত করেন।এতে ১৪ তম ব্যাচের সকলে উপস্থিত থেকে পারভেজ দাম্পত্য জীবনে ভয়ে আসুক সুখের ছোঁয়া সুন্দর হক দাম্পত্য জীবন শুভকামনা।