সন্ত্রাস , চাঁদাবাজ ,নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে” বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।
শুক্রবার (১১ অক্টোবর ) বিকেলে সিদ্ধিরগন্জ থানা ১নং ওয়ার্ড ছাত্রদলের ফাহাদ বিন হালিম হাছবি এর নেতৃত্বে সন্ত্রাস ,চাদাবাজ,নৈরাজ্য ও অপকর্মের বিরুদ্ধে সিদ্দিরগন্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সদ্য সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হীরা ভাই এর উদ্যোগে বিশাল মিছিলে নিয়ে
ঢাকা চিটাগাং মহাসরক চিটাগাংরোড থেকে কাঁচপুর সন্ত্রাস ,চাদাবাজ,নৈরাজ্য ও অপকর্মের বিরুদ্ধে মিছিল করা হয়। গত ৫ই আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন ও সৈরাচারমুক্ত হওয়ার পর থেকে সকলপ্রকার অপকর্ম দখলবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে আব্দুল কাদের জিলানী হীরা ভাই সর্বদা সতর্ক থেকে রাজপথে লড়াই করে গিয়েছেন ,সরকার পতনের পূর্ব আন্দোলনে তার কঠোর ভূমিকা ছিল এবং তার এই ভূমিকার জন্য আন্দোলন চলাকালীন সময়েও তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাকে কারা নির্যাতিত হতে হয় ,বিভিন্ন হামলা-মামলা ও জুলুমের শিকার হয় আব্দুল কাদির জিলানী হিরা ভাই। সে সবসময় রাজপথে ছাত্রলের হয়ে অপকর্মের বিরুদ্ধে থেকেছেন আগামীতেও থাকবেন ,সিদ্ধিরথানা ছাত্রদলের নেতা-কর্মীদের একটাই আশা ভরসার জায়গা আব্দুল কাদির জিলানী হীরা ভাই এবং সকল নেতাকর্মী তাকে ভবিষ্যৎ মহানগর ছাত্রদলের সভপতি হিসেবে দেখতে চায়।