সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।।
নোয়াখালীর সেনবাগে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের দয়ারাম ভূইয়া বাড়িতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে দীনেশ চন্দ্র সাহার পুত্র যপন সাহা বলেন, বিগত ৬ আগস্ট ২০২৪ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যায় লাড়কি ঘরের উইপোকা নিধনের উদ্দেশ্যে আমাদের গ্রামের হোসেন মিয়ার দোকান থেকে প্লাস্টিকের বোতলে করে সাইকেল যোগে কেরোসিন তেল আনার সময় বাড়ির দরজার পাশ দিয়ে যাওয়ার সময় ঝাঁকুনিতে বর্ণিত প্লাস্টিক বোতল থেকে পাশে বসতবাড়ির সদর দরজায় কিছু কেরোসিন অজান্তে পড়লেও পড়তে পারে বলে জানান।
বাংলাদেশের বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে কিছু কুচক্রী মহল সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কেরোসিন পড়াকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
যপন সাহা সংবাদ সম্মেলনে জানান, সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেন আমাদের মন্দির সম্পূর্ণ অক্ষত, কোন প্রকার নষ্ট বা আগুনের কোন আলামত নেই। কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে মন্দির পোড়ানোর সংবাদ প্রচার করে আমাদের ঐতিহ্য সম্বলিত দয়া রাম ভূঁঞা বাড়ির পারিবারিক সুনাম হয়েছে।
উক্ত সংবাদ প্রচারে তার ও তার পরিবারের পক্ষ থেকে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জুলটন সাহা, শিবু চন্দ্র দেবনাথ ও প্রতিবেশী চৌধুরী মিয়া। তাঁরা জানান, উক্ত বাড়ির পারিবারিক মন্দিরে পূজারীগণ আরাধনা করে থাকেন।