শৈলকুপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে বিএনপির আলোচনাসভা।
ঝিনাইদহের শৈলকুপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বরণে পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকাল ১১টায় পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে কবিরপুর কাকলী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক ওসমান আলী এ ছাড়াও উপস্থিত ছিলেন শৈলকুপা জেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কী, পৌর বিএনপির সহসভাপতি মিজানুর রহমান বাবলু ,বাকিবুল ইসলাম, রবিউল ইসলাম মুন্সী, শরিফুল ইসলাম, আব্দুস সবুর খান উপজেলা বিএনপি,র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা,পৌর বিএনপি,র সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ঠু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, নাসিরুজ্জামান, পৌর সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন ভোল্টা, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আব্দুল আলীম, থানা কৃষকদলের সদস্য সচিব খোন্দকার কামরুজ্জামান, পৌর কৃষকদলের আহŸায়ক হাফিজুর রহমান ও,থানা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান মিঠু , পৌর ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক সাদিকুর রহমান উটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বিএনপির সভাপতি আবু তালেব মিয়া সবার উদ্দেশ্যে বলেন, আপনারা এলাকায় ভাংচুর মারামারি হানাহানি করবেন না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। শান্তি বজায় রাখার জন্য যা যা করা দরকার তাই করবেন। আইন নিজ হাতে তুলে নিবেন না। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বরণে দোয়া মাহফিল ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বক্তারা নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।