নোয়াখালীর সেনবাগের ৪নং কাদরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ জুলাই ) নোয়াখালীর সেনবাগের ৪নং কাদরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা বিকেলে নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বাবু। সঞ্চালনা করেন, সেনবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন জীবন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু।
৪নং কাদরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের আ্হবায়ক সাইফুল ইসলাম বাবু, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ৪নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া , ৪নং কাদরা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিটু, ৪নং কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু, দিদারুল ইসলাম দিদার, দিদারুল আলম দিদার, আতিকুর রহমান ভূঁঞা পলাশ প্রমুখ।
এসময় ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ইউনিয়ন প্রার্থীগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।