জয়পুরহাটের পাঁচববিতে পৌরসভা সংলগ্ন জয়পুরহাট হিলি সড়কে কার্গোট্রাক ও পদ্মা তেলবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা জেলার মোঃ রুবেল (৪০) পিতা- আক্তারু, শ্রী সুজন চন্দ্র দাস (৩০) পিতা শুকলাল চন্দ্র সে লালমনিরহাট জেলার টং ভাংগা গ্রামের বাসিন্দা।স্থানীয় এলাকা সূত্রে জানা যায় তারা উভয় গাড়ি চালক ছিল।গাড়ি নং চট্ট, মেট্রো – ঢ- ৪১ ০১৪৩ অপরদিকে চিটা বহনকারী ট্যাংকার হিলি থেকে জয়পুরহাট এর দিকে যাওয়ার পথে এবং জয়পুরহাট থেকে ছেড়ে আসা পাথর বহনকারী ট্রাক হিলির উদ্দেশ্যে রওনা দিলে পাঁচবিবি পৌরসভার সামনে মুখোমুখি সংঘর্ষ হলে চালক দুজন গুরুতর আহত হয়, স্থানীয় লোকজন তাদেরকে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্তৃক আহত অবস্থায় পাঁচবিবি উপজেলার মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।