মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় হরি গোবিন্দপুর গ্রামে ছাত্র সমাজ ও যুবকদের উদ্যোগে আজ ঈদ পুনর্মিলন ও প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে।উক্ত অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ,ইসলামী সংগীত ,বাচ্চাদের ব্যাঙলাফ, জামাইদের দড়ি টানাটানি, হাড়িভাঙ্গা ,আস্তে আস্তে মোটরসাইকেল চালানো, মোরগ লড়াই,সহ বিভিন্ন প্রকার প্রতিযোগিতা হয়েছে। এবং যে প্রতিযোগিরা প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জানা যায় প্রতিবছর ঈদুল ফিতর এর পরের দিন ও ঈদুল আযহার পরের দিন এই অনুষ্ঠান হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় আজও গোবিন্দপুর গ্রামে ছাত্র সমাজ ও যুবকদের উদ্যোগে হরি গোবিন্দপুর ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে সমস্ত প্রতিযোগীরা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।