January 17, 2025, 10:08 pm
শিরোনামঃ
নেট দুনিয়ায় ঢুকলে ভাইরাল জুয়ার অ্যাপস গুলো। করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে-ঢাকা বিভাগীয় কমিশনার গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মামুন মণ্ডল গ্রেফতার বীমার ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স” পতেঙ্গা মডেল শাখার মৃত্যু দাবী-ম্যাচুরিটি চেক প্রদান অনুষ্ঠান ——————————————— অর্থ বাণিজ্য বার্তা:১৬ জানুয়ারি বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ! কুড়িগ্রাম উলিপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ছাতক থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার ভারতে রসুন পাচার চেস্টা আটক ২

শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিক তৈয়ব আলীর মৃত্যু।

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে তৈয়েব আলী (৩৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৮ জুন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেটখালী দক্ষিনপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

নিহতের পিতা আব্দুল আজিজ জানান সহকর্মীদের সাথে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাদ নির্মানের কাজ করছিল তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের উপর একটি রড পড়ে যায়। এসময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আব্দুল আজিজ আরও জানান দুর্ঘটনাবশত ছেলের মুত্যু হওয়ায় তারা মৃতদেহ দাফনের জন্য বাড়িতে নিয়েছেন। তবে বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির এত কাছাকাছি না হলে তার ছেলের মৃতু হতো না।

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারনে ছাদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুরেৎর লাইনের উপরে পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আাজাদ বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়রনাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায় কয়েক মাস আগে একই ধরণের পৃথক দু’টি ঘটনায় আনিছুর ও শোকর আলী আরও দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়। তারা যথাক্রমে উপজেলার পাশের গ্রামের মোস্তফা বৈশখালী গ্রামের ওমর আলীর বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিহত হন। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে বিদ্যৎ এর মেইন লাইন বসতবাড়ির পাশ দিয়ে যাওয়ার কারনে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।

পল্লী বিদ্যুতের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সনজিৎ কুমার জানান বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বাড়ি নির্মানের ফলে দুঘৃটনার ঝুঁকি বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা