বরগুনার আমতলীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্ভোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সপ্তাহ -২০২৪ এর উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এম এ কাদের মিয়া।
আমতলী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভুমি সপ্তাহ উদযাপনের উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এম এ কাদের মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো, রফিকুল ইসলাম, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা। ব্ক্তাব্য রাখেন , সাংবাদিক মো. রেজাউল করিম , সৈয়দ নুহু উল আলম নবীন, আবু সাইদ খোকন, মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী ও পেসার মানুষ উপস্থিত ছিলেন।