December 11, 2024, 6:34 am
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস নওগাঁ দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া আঞ্চলিক বাঁকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান মাইজভান্ডারী তরিকার অন্যতম অনুঘটক সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) ওরশ শরীফ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মো. কামাল উদ্দীনের প্রবন্ধ: পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐতিহাসিক দায়িত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারীর মৃত্যু চিরিরবন্দর ৩ জনকে কুপিয়ে আহত করেছেন হিন্দু সন্ত্রাসীরা।

বিজ্ঞানী আইনস্টাইনের জীবনের বাস্তব কিছু সত্য ঘটনা।

ডেক্স রিপোর্ট

1) আইনস্টাইনের এক সহকর্মী একদিন
তাঁর কাছে তাঁর টেলিফোন নম্বরটা চাইলেন।
তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে
বের করলেন এবং সেই বই থেকে তাঁর নম্বরটা
খুঁজতে লাগলেন। তখন সহকর্মী তাকে বললেন, ‘কী ব্যাপার, নিজের টেলিফোন নম্বরটাও মনে
নেই আপনার।’ আইনস্টাইন বললেন, ‘না, তার দরকারই বা কী? যেটা আপনি বইতে পাবেন, সে
তথ্যটা মুখস্ত করে খরচ করবেন কেন ?’

2) আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলক অনেক
দেরীতে কথা বলতে শেখেন। একারণে তাঁর
বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন। একদিন
রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন
এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে
বললেন, ‘এই স্যুপটা বড্ড গরম। তাঁর বাবা-মা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। ছেলের মুখে প্রথম কথা
শুনে বাবা-মা বেশ অবাক হয়ে তাঁকে জিজ্ঞেস
করলেন, ‘আগে তুমি কথা বলোনি কেন?’
উত্তরে আইনস্টাইন বললেন, ‘কারণ এর আগে
তো সব ঠিকই ছিল।’

3) 1931 সালে কৌতুক অভিনেতা চার্লি
চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান
তার একটি শো দেখার জন্য। তখন চ্যাপলিনের
সিটি লাইটস্ সিনেমার স্কিনিং চলছিল। পরে
তারা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন, তখন
চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন,
‘সবাই আমাকে সহজেই বোঝে, এজন্যই আমার
এতো জনপ্রিয়তা। কিন্তু মানুষ আপনাকে
কেন এতো পছন্দ করে বুঝলাম না।’ আইনস্টাইন
সহাস্যে প্রত্যুত্তরে জানালেন, ‘কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা’।

4) একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন।
চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে
আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে
চাইলেন। কিন্তু আইনস্টাইন তাঁর টিকিটটি
খুঁজে পাচ্ছিলেন না। চেকার আইনস্টাইনকে
চিনতে পেরে বললেন, ‘স্যার আপনাকে আমি
চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই টিকিট কেটে
উঠেছেন। আপনাকে টিকিট দেখাতে হবে
না।’ আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে
বললেন, ‘না, না, ওটা আমাকে খুঁজে বের করতেই
হবে। না পেলে আমি জানব কি করে যে আমি
কোথায় যাচ্ছিলাম।’

5) আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার
সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো। উত্তরে
আইনস্টাইন বললেন, ‘আপনার হাত একটা জ্বলন্ত
চুল্লীর উপর ধরে রাখুন, মনে হবে এক ঘন্টা পার
হয়ে গেছে। কিন্তু একজন সুন্দরী মেয়ের
পাশে একঘন্টা বসে থাকুন, আপনার কাছে
মনে হবে মাত্র এক মিনিট পার হলো, এটাই
আপেক্ষিকতা।’

6) একবার আইনস্টাইন বাইরে থেকে বাড়িতে
ফিরে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে তাঁর
স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে
খুঁজতে এসেছেন, তাই তিনি বেশ বিরক্ত হয়ে
চেচিয়ে বললেন, আইনস্টাইন বাড়িতে নেই।
ব্যস, চিন্তিত আইনস্টাইন কোন কথা না বলে
উল্টো হাঁটা ধরলেন।

আরো_একটি_ঘটনা:-
আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন – আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।” -আইনস্টাইন তো অবাক!!!

উনি তখন বললেন “বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।”

-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন,,, উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।

-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন “স্যার, ঐ আপেক্ষিক এর যে সংজ্ঞাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?”-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে।কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।
-“এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।”

বিঃদ্রঃ– জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।

এই জন্যে কথায় আছে,
“সৎ সঙ্গে স্বর্গ বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ”।

—#সংগৃহীত—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা