নরসিংদীর মাধবদী পৌরসভার ১০ , ১১ ও ১২ নং ওয়ার্ড মাদকের অভয়ারণ্
নরসিংদী সদর উপজেলার দক্ষিণাঞ্চল বাংলার ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদী বাবুর হাটের প্রাণকেন্দ্র মাধবদী পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। জানা যায় , মাধবদী পৌরসভার ১০ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় , ১১ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ও ১২ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় অবাধে চলছে রমরমা অবৈধ মাদক বাণিজ্য। উল্লেখ্যিত এলাকার বিভিন্ন সুত্র থেকে জানা যায় , ১০ নং ওয়ার্ডের আনন্দী পশ্চিম ঋষি পাড়া , ১১ নং ওয়ার্ডের আনন্দী গাংপাড় , ১২ নং ওয়ার্ডের আনন্দী পূর্ব ঋষি পাড়া সহ বেশ কয়েকটি মহল্লায় অবাধে চলছে অবৈধ মাদক ইয়াবা , ফেনসিডিল , গাঁজা সহ দেশীয় চোলাই মদের রমরমা বাণিজ্য। আনন্দী গাংপাড় এলাকার রফিকুল দাড়োয়ানের ছেলে মাদকের রাজা নামে খ্যাত চোরা রিপন , একই এলাকার মৃত ইসমাইলের ছেলে কুখ্যাত মাদক কারবারি চোরা মিন্টু আনন্দী পশ্চিম ঋষি পাড়ার মৃত ললিত ঋষি দাসের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী পন্ডিত খ্যাত মিহির ঋষি দাস , একই এলাকার পন্ডিত খ্যাত মিহির ঋষি দাসের ছেলে কুখ্যাত মাদক সম্রাট সুচতুর বিপ্লব ঋষি দাস , আনন্দী পূর্ব ঋষি পাড়ার মৃত সীতা রাম ঋষি দাসের বিধবা স্ত্রী পরী রানী ঋষি দাস , আনন্দী পূর্ব ঋষি পাড়ার মৃত কুইরা সন্তোষের ছেলে রতন ঋষি দাস , আনন্দী পূর্ব ঋষি পাড়ার টুক্কা ঋষি দাস , আনন্দী নাথ পাড়ার প্রদীপ দেবনাথের বাউন্ডেলে লম্পট চরিত্রহীন ছেলে পলাশ দেবনাথ , আনন্দী কাজি পাড়ার মৃত আতাউল্লার শিয়াল পন্ডিত খ্যাত ছেলে চায়ের দোকানদার আনিছ মিয় , আনন্দী পূর্ব পাড়ার মৃত আবু ছিদ্দিক ওরফে ছিদ্দার ছেলে চোরা মোমেন মিয়া , আনন্দী পূর্ব পাড়ার মৃত রাজ্জাক কবিরাজের ছেলে প্রতারক কামাল হোসেন মিয়া আনন্দী পূর্ব পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুদের কারবারি সালাউদ্দিন মিয়া , আনন্দী বড় বাড়ি সংলগ্ন মৃত আবু ছিদ্দিক মিয়ার ছেলে কুখ্যাত সংঘবদ্ধ চোরের সরদার খোরশেদ মিয়া সহ অবাধে চালিয়ে যাচ্ছে ইয়াবা , ফেনসিডিল , গাঁজা দেশীয় চোলাই মদের🍷 রমরমা মাদক বাণিজ্য এবং তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সকল কুখ্যাত মাদক ব্যবসায়ীরা অধরা থেকে অবাধে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ মাদক বাণিজ্য। তাছাড়াও এ সকল মাদক ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় চালিয়ে যাচ্ছে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই। এলাকায় তাদেরকে কেউ কিছু বলতে পারে না কারণ তাদের গড ফাদার এলাকার একজন জনৈক শক্তিশালী ও প্রভাবশালী ক্রিমিনাল।তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে রাজি না কারণ সে তার নেতৃত্বে এলাকার বিভিন্ন মহল্লায় চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই করিয়ে থাকে সংঘবদ্ধ চোরের দলের মাধ্যমে। আমাদের এ প্রতিবেদক সরেজমিন মাধবদী পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গেলে মহল্লাবাসী তাদের বিরুদ্ধে এ সকল অভিযোগ উত্থাপন করেন। এলাকার সচেতন শান্তিপ্রিয় নাগরিকগণ এ নিয়ে বলাবলি করছেন সংশ্লিষ্ট প্রশাসন দেখেও না দেখার ভান করছেন , প্রশাসনের চোখে কি কাঠের চশমা ?
এ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন শান্তিপ্রিয় নাগরিকগণ ।