এস পি এন সাংস্কৃতিক একাডেমীর ঈদ পুনর্মিলনীতে নৃত্য উৎসব।
চট্টগ্রামের পটিয়া উপজেলার নিবেদিত সৃজনশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এস পি এন সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে ২১ জুন ২০২৪ শুক্রবার বিকাল ৫ টায় পটিয়া উপজেলা ৩নং ওয়ার্ড আইন কুঠির আব্দুর রহমান স্কুল সংলগ্ন এস পি এন সাংস্কৃতিক একাডেমী হলে নৃত্যশিল্পী ও অভিভাবকদের সমন্বয়ে, একাডেমীর সভাপতি চিত্রা দাশ’র নেতৃত্বে সংগীত প্রশিক্ষক লিজা দাশের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্যগুরু মধু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নৃত্য প্রশিক্ষক পূজা দাশ। বিশেষ অতিথি ছিলেন একাডেমীর সাংগঠনিক সম্পাদক সাগর দাশ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আকাশ দাশ।
সভায় বক্তারা বলেন, মহান আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। আলোচনা সভা শেষে নৃত্যগুরু মধু চৌধুরীর নৃত্য পরিচালনায় একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন একাডেমীর শিক্ষার্থীরা।