নরসিংদীর শিবপুরে কিশোর গ্যাং এর উৎপাত বেশি
নরসিংদীর শিবপুর উপজেলায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অদ্য ১৫/৬/২৪ ইং শনিবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর সভাপতিত্বে ,প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। তিনি বলেন আপনারা দয়া করে কিশোর গ্যাং কে প্রশ্রয় দিবেন না , শিবপুরে কিশোর গ্যাং এর উৎপাত বেশি, কিশোর গ্যাং ও মাদক এর সন্ধান পাইলে আপনারা সংশ্লিষ্ট থানায় অথবা উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করিবেন । কিশোর গ্যাং ,মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত যেই হোক ,আপনার ভাই , নিকট আত্মীয় ও সমাজের লোক যেই হোক প্রশাসনকে অবগত করিবেন । আপনারা অপরাধীকে আশ্রয় দিবেন না , কিশোর গ্যাং ও মাদকের সাথে জড়িত মাদকের ব্যবসার সাথে জড়িত তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিলে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহসীন নাজির, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও চিনি। প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।