February 13, 2025, 5:50 am
শিরোনামঃ
সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির অভিষেক সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল ক্ষমতায় আসবে তারাই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন : ফারুক নড়াইলে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আছিয়ার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ কর্তৃক বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর মোংলায় ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম। চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক তারাকান্দায় খাস জমি দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষে আহত -১৫ মধ্যনগরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ★খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ★

চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

 

 

বন্দরের বিভিন্ন স্থাপনা ব্যক্তিমালিকানায় দেওয়ার প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন আয়োজিত গতকাল ২২ ডিসেম্বর ৪নং জেটি গেট প্রাঙ্গণে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ হারুন। সভা শেষে বন্দর ভবন অভিমুখে এক বিক্ষোভ মিছিল সহকারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোঃ ইব্রাহিম খোকন।
এতে আরো বক্তব্য রাখেন স্টাফ ইউনিয়নের নেতা নাজিম উদ্দিন, মঞ্জু, উইন্সম্যান আহ্বায়ক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মোঃ শামসুর রহমান স্বপন, মোঃ সিরাজুল ইসলাম, মঞ্জুরুল পারভেজ, আব্দুর রউফ, ল্যাসিং–আনল্যাসিংয়ের সভাপতি মোঃ ইকবাল ও সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, এক্সট্রা হাউজ গ্যাংয়ের সভাপতি মোঃ দেলোযার, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতা রাসেল খান, ডক শ্রমিক দল নেতা আবুল কাশেম ও মোঃ হাসান প্রমুখ। নেতৃবৃন্দ স্মারকলিপিতে বন্দরের ৪৫০০ শূন্য পদে স্বল্প সময়ে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু করা, আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধ করা এবং বর্তমানে আউট সোর্সিংয়ে কর্মরতদের শূন্য পদে স্থায়ী নিয়োগ দেওয়া এবং প্রতি মাসে এক হাজার টাকা প্রভিডেন্ড ফান্ড কর্তন করা সহ নানা দাবি পেশ করেন।
দাবিসমূহ আগামী ১০ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করার জোর দাবি জানান, অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা