জয়পুরহাট পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
জয়পুরহাট পাঁচবিবিতে একটি গুরু চুরি করার সময় একজন গরু চোর জনতার হাতে আটক হয়েছে।
উক্ত ঘটনাটি ঘটেছে আজকে (মঙ্গলবার) সকাল অনুমান ৯ ঘটিকার সময় পাঁচবিবি থানার কেশবপুর গ্রামে। উক্ত গরুটিমোছাঃ ফাতেমা বেগম (৪৭), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, স্বামী-দুদু মিয়া, মোসাম্মদ ফাতেমা বেগম বলেন আমি আজকে সকাল ৮:৩০ মিনিট দিগে একটি লাল রংয়ের দেশী জাতের গাভী গরু কেশবপুর গ্রামস্থ কড়িয়া-পাঁচবিবি পাকা রাস্তার পার্শ্বে গোবরা বিল নামক স্থানে ঘাস খেতে বেঁধে রেখে বাড়িতে চলে যাই।
এক থেকে দেড় ঘন্টার পর এসে দেখি আমার গরুটি নেই, চারদিকে খোঁজাখুঁজির পর, বেলা আনুমানিক এগারোটার দিকে জানতে পারি বড় মানিক স্থানে একটি চোরাই গরু ধরেছে। আমি তাড়াহুড়া করে এসে দেখি এই গরুটি আমার।
আমি সেখানে উপস্থিত হয়ে জানতে পারি এলাকাবাসী এই গরু চোরকে আটকে থানায় খবর দিয়েছে। উপস্থিত এলাকাবাসী আরো বলেন ৫ মিনিটে এমন ঘটনা নিয়মিত ঘটে আসতেছে। আটককৃত গরু চোরটি হলো, মোঃ আলম হোসেন (৪৮), জয়পুরহাট সদর থানার -হানাইল দিঘিপাড়া, গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।
উপস্থিত স্থানীয়রা আরো জানান আমাদের এলাকায় সীমান্তবর্তী কাছে হওয়ায় মাঝেমধ্যেই সীমান্তবর্তী দিয়ে চোরাই গরু পার হয় । তবে আমরা বুঝতে পারি না যে, এটা চোরাই গরু না ইন্ডিয়ান গরু। আজকেও এমনই হয়েছিল তবে হারানো গরুর কথা আমরা জানতে পারে তাকে আটকিয়ে দেই।
এ ব্যাপারে থানার ওসি মোহাম্মদ কাউসার আলী বলেন, স্থানীয়রা এক চোরকে আটক করে থানায় সোপর্দ করেছে। উক্ত বিষয়ে পাঁচবিবি থানার মামলা নং-১৩, তারিখ- ১২/১১/২০২৪ খ্রিস্টাব্দ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ কার্যক্রম চলছে।
ওসি মোহাম্মদ কাউসার আলী আরো বলেন, জয়পুরহাট, ক্ষেতলাল, বদলগাছি, দুপচাঁচিয়া, আক্কেলপুর, শিবগঞ্জ, ধামুইরহাট প্রভৃতি থানা এলাকায় তার বিরুদ্ধে ১২(বারো)টি চুরি মামলাসহ ১৮ টি মামলা রয়েছে। এছাড়া চুরি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।