December 6, 2024, 3:11 pm
শিরোনামঃ
সেনবাগে সোনার বাংলা একাডেমী’র বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ উজিরপুর বাজারে জনতা ব্যাংকটি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় চুরি হওয়া ৩৭ দিনের নবজাতক উদ্ধার, দম্পতি আটক জাহাজী শ্রমিকদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও মিছিল আগামীকাল শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে ওরশ শরীফ সুপারভিশন কমিটি ও সংগঠনের যৌথ সমন্বয় সভা আগামীকাল নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ” ভোমরা স্থলবন্দরে কূটনৈতিক দ্বন্দ্বের গুজবে কান না দেওয়ার আহ্বান ঠাকুরগাঁওয়ে কুয়াশায় ঢেকেছে , বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কলারোয়ায় ৬ ডিসেম্বর গৌরবান্বিত মুক্ত দিবস

ঝিনাইদহে পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামে ৩ কৃষকের ২ বিঘা জমির পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাতে সদর উপজেলার বারইখালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের আরাফাত শাহ জানান, তিনি ও তার দুই ভাই আলহাজ শাহ ও আয়াতুল্লাহ শাহ গ্রামের মাঠে পানের আবাদ করেছিলেন। কিছু কিছু জমি থেকে পান সংগ্রহ করেছেন। জমিতে সারও দিয়েছেন। এখন জমি থেকে পান সংগ্রহ করবেন তারা। কিন্তু গত রাতে কে বা কারা ৩ ভাইয়ের ২ বিঘা জমির পানের বরজ কেটে দিয়েছে। সকালে পানের বরজে এসে দেখেন সকল গাছ কেটে দিয়েছে ও ভেঙ্গে দিয়েছে। এতে সর্বশান্ত হয়ে গেছে তারা। তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ আয়াতুল্লাহ শাহ বলেন, আমরা জীবিকা নির্বাহের জন্য পানের বরজের ওপর নির্ভর করি। এমন ঘটনার ফলে আমাদের পরিবার বড় ধরনের বিপদে পড়েছে। আমার তো কারো সাথে কোন শত্রুতা নাই। তাহলে আমাদের এত বড় ক্ষতি কেন করলো। আল্লাহ’র কাছে বিচার দিলাম। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন বলেন, পানের বরজ কেটে দেওয়ার ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নুর-এ নবী বলেন, পান একটি উচ্চ মূল্যের ফসল। আমরা ক্ষতিগ্রস্ত পান বরজ পরিদর্শন করেছি। এখানে কৃষকের পানের যে ক্ষতি হয়েছে তা কোন ভাবেই পুষিয়ে ওঠা সম্ভব নয়। যে গাছ গুলো কাটা হয়েছে সেখানে আবার নতুন করে পান গাছ লাগাতে হবে। আরো বলেন, আমাদের অফিস থেকে পানের উপর প্রণোদনা দেওয়া সম্ভব নয়। তবে পান বাদে অন্য যে ফসলের প্রণোদনা দেওয়া হচ্ছে সেখান থেকে তাকে সহযোগিতা করা যেতে পারে। এছাড়া তাকে কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা