নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী
শেরপুর জেলার নকলা উপজেলার সকল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নকলা-নালিতাবাড়ী আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর সন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, নকলা-নালিতাবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
১১ অক্টোবর সন্ধ্যার পর থেকে উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগে তিনি নকলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি সকলকে বানভাসিদের পাশে দাঁড়াতে বলেন। পূজামন্ডবে দ্বায়িত্বরত পুলিশ ও আনসারদের গুরুত্বসহকারে বলে এসেছেন যেন পূজামণ্ডপে নিরাপত্তার কোন ঘাটতি না থাকে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব, ৯নং চন্দকোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোবাশ্বের আলী টুটন চৌধুরী, যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার,যুগ্ন আহবায়ক ও ৮ নং চর অষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাফিজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম,জেলা বিএনপির অন্যতম সদস্য মোকছেদুল হক শিবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক বেলায়েত হোসেন কাজী, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রেজাউল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম, মো: আনিছ মিয়া, জেলা যুবদলের অন্যতম সদস্য লিংকন, ৮ নং চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক শাহজাহান আলী মন্ডল, ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ফরায়েজী, পাঠাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান জজ, পাঠাকাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক শামীম কবিরাজ, সদস্য সচিব মারুফুর রহমান ভূট্রো, জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি নাজমুল হুদা, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা ছাত্র দলের সাবেক সদস্য মোশাররফ হোসেন মুশাসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদলের,ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, তাতী দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,