বন্দরে প্রয়াত সাংবাদিকের পুত্রকে কুপিয়ে জখম
প্রয়াত সাংবাদিক আব্দুস সালাম মিন্টুর পুত্র রাশেদ (২২) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় আহত রাশেদ বুধবার দুপুরে বাদী হয়ে ১। মোঃ আল-ইসলাম (২৭), ২। মোঃ দীন ইসলাম (৩০), উভয় পিতা- মৃত তাওলাদ হোসেন, ৩। আলিফ (১৯), পিতা- ফরিদ, সর্বসাং- খোচেরছড়া, ইউনিয়ন-ধামগড়, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে বিবাদী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে রাশেদ জানান, ‘সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। বিবাদীরা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। প্রতিদিনের ন্যায় সে বুধবার সকালে বন্দর থানাধীন আনন্দনগর এলাকা থেকে জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বের হয়ে রাত আনুমানিক ৩টা সময় গাড়িটি গ্যারেজে রাখতে যাবার সময় উল্লেখিত বিবাদীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার পথরোধ করে এবং তাকে এলোপাথারীভাবে কুপিয়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর রক্তাক্ত জখম করে ও এসময় বিবাদীরা সিএনজি অটোরিকশাটি জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। গাড়িটি না নিতে পেরে বিবাদীরা তার সাথে থাকা আড়াই হাজার টাকা এবং ১২ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে তাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার হাফিজুর রহমান জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে’।