শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদন্নোতি লাভ করলেন আমিনুল ইসলাম।
জনাব আমিনুল ইসলাম সম্পর্কে দুটি কথা না বললেই নয়,,,,,,,
আমিনুল ইসলাম অত্যন্ত দক্ষ বিচক্ষণ ও অভিজ্ঞ একজন পুলিশ অফিসার। দীর্ঘ দেড় বছরের মত শ্রীমঙ্গল থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন তিনি। শ্রীমঙ্গল থানায় উনি আসার পর থেকে উনার কাছে সাংগঠনিক বিভিন্ন কাজে অনেকবার যাওয়া হয়েছে আমার। সাংগঠনিক বিভিন্ন কাজে প্রত্যাশার চাইতেও বেশি সহযোগিতা পেয়েছি উনার কাছ থেকে। শ্রীমঙ্গলকে সন্ত্রাস, চাঁদাবাজ, চোর ও ডাকাত মুক্ত রাখতে উনার অবদান অপরিহার্য। শ্রীমঙ্গল থানায় চুরি ডাকাতি ও খুনের মামলার আসামিদের দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে জেল হাজতে প্রেরণ করাই যেন ছিল উনার চাকরির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যতদূর উনাকে দেখেছি উনি ভাল মানুষের জন্য ছিল অত্যন্ত আন্তরিক এবং চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজের জন্য উনার আচরণ ছিল খুবই কঠোর। বর্তমানে তিনি ওসি তদন্ত থেকে পদোন্নতি লাভ করে শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ এর দায়িত্ব গ্রহণ করেছেন। আমার এবং শ্রীমঙ্গলবাসীর প্রত্যাশা উনি খুবই নিষ্ঠা এবং সততার সাথে উনার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আমাদেরকে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চোর মুক্ত, ডাকাত মুক্ত, সুন্দর শ্রীমঙ্গল উপহার দিতে সর্বোপরি সক্রিয় দায়িত্ব পালন করবেন বলে আমাদের বিশ্বাস ।
অনেক অনেক শুভকামনা রইল জনাব আমিনুল ইসলাম মহোদয়ের জন্য।