ফুলবাড়ীতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরন উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ১ লক্ষ ২০ হাজার নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরন শুভ উদ্বোধন করা হয়েছে।
গত (৮ সেপ্টেম্বর) রোববার সকাল ৯টায় ফুলবাড়ী সরকারী কলেজ হলরুমে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরন শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ। এমসময় দিনাপুরের স্মার্ট কার্ড বিতরণ সম্মনয়কারী সহিদুল ইসলাম, নির্বাচন অফিসের অফিস সহকারী কমা কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেন, স্ক্যানিং এন্ড ইকুয়্যাইপমেন্টে জহিরুল ইসলাম প্রমূখ। প্রথম দিনে ফুলবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের ২২ শত নাগরিকদের মাঝে জাতীয়পত্র স্মার্ট কার্ড বিতনর করা হয়ে।
মো. ফয়জার রহমান ,দিনাজপুর প্রতিনিধি
মোবাইল নং ০১৭২৫৭৭৮৭১৯
তারিখ ঃ ০৮.০৯.২০২৪ ইং