শ্রীমঙ্গলের স্বৈরশাসক মহসিন মিয়া মধু।
এই স্বৈরশাসকের বিশাল সম্পদের মালিক হওয়ার পিছনে রয়েছে কতো সাধারণ মানুষের আর্তচিৎকার। ২০১৮ সালে নিজ সার্থ হাসিলের উদ্দেশ্যে শ্রীমঙ্গলের উত্যিহবাহি নতুনবাজার চালবাজার ভেঙে নতুন করে দোকান কোটা করার পরিকল্পনা করেন কিন্তু সাধারণ ব্যবসায়ীদের অবরোধের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন নাই।
কিন্তু সম্প্রতি ১৫ জুলাই সাধারণ ব্যবসায়ী দের নিরাপদ স্থানে স্থানথর না করে জোরপূর্বক উনার গুন্ডা বাহিনী এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত রেখে বল্ডুজার দিয়ে ভেঙে ফেলা হয় মার্কেটি, সেদিন শ্রীমঙ্গলের শহর দেখেছিলেন সাধারণ ব্যবসায়ীদের আহাজারি এবং কান্না। শুধুমাত্র নিজের ফায়দা হাসিলের জন্য তখনকার প্রভাবশালী কৃষি মন্ত্রী আব্দুস শহিদকে ম্যনেজ করে একদিনে ভেঙে ফেলা হয় মার্কেটি।
এমনকি প্রতিটি দোকান সিন্ডিকেট এর মাধ্যমে ৩০-৩৫ লক্ষ টাকা করে বিক্রি করে দিয়েছেন ২০১৮ সালেই (বিষয়টি উনারই এক কমিশনার শিকার করেছেন) যার কারণে সাধারণ মানুষের পক্ষে এত টাকা দিয়ে দোকান কোটা নেওয়া সম্ভব নয়।অতচ এইসব দোখান কোটা সরকারি নিয়ম অনুযায়ী জনসাধারণের সামনে নিলামের মাধ্যমে বিক্রি করার নিয়ম রয়েছে।
কাজীই শ্রীমঙ্গল ও মৌলভিবাজারের জনসাধারণের কাছে আকুল আবেদন এই স্বৈরশাসকের থেকে মানুষকে মুক্তি করুন দেশের সার্থে জনগণের সার্থে 🙏