প্রেসক্লাব মহেশপুরের সাংগঠনিক সম্পাদক’কে প্রাণ’ নাশের হুমকি।।জরুরী সভা অনুষ্ঠিত।।
ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রেসক্লাব মহেশপুরের সংগঠনিক সম্পাদক ও দৈনিক নবচিত্র এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দিয়েছে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল ইসলাম মন্টু।
গত রবিবার সকালে কৃষ্ণচন্দ্রপুর বাজারে তাকে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন কৃষ্ণচন্দ্রপুর বাজারের পাবলিক গণসৌচাগার তালাবদ্ধ রেখে দেয় ওই ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম মন্টু। ঐদিন সকালে চেয়ারম্যানের উপস্থিতিতে ওই শৌচাগারটি খুলে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই ইউ পি সদস্য প্রেসক্লাব মহেশপুরের সংগঠনিক সম্পাদক ও দৈনিক নবচিত্র এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দেয়। এ নিয়ে আজ সকালে প্রেসক্লাব মহেশপুরে একটি জরুরী সভা ডাকা হয়। সে সময় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর হক,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য উপস্থিত ছিলেন। সে সময় প্রাণনাশের হুমকি প্রদানকারী ইউপি সদস্য রেজাউল ইসলাম মন্টুকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।