চকরিয়া-উপজেলা বদরখালী’তে উপকূলীয় এলাকায়-উপকূলীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা-নূর আয়েশা’র বড় মেয়ে নাওশীন তাবাচ্চুম তামান্না’র মেহেদী অনুষ্ঠান সম্পর্ণ হয়েছে
চকরিয়া উপজেলা বদরখালী’তে উপকূলীয় আর্দশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নূর আয়েশা ম্যাম এর বড় মেয়ে নাওশীন তাবাচ্চুম তামান্না’র মেহেদী অনুষ্ঠান ঝাক- জমকভাবে সম্পর্ণ হয়েছে।
গত ১৭/০৭/২০২৪ইং নূর আয়েশা ম্যাম এর বড় মেয়ে’র মেহেদী অনুষ্ঠানে তাদের আত্নীয় স্বজন এবং এলাকাবাসী’কে নিয়ে ঝাকজমক ভাবে এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে বিভিন্ন মেহমান এসে অনুষ্ঠানটি আরোও সুন্দর ভাবে উজ্বল করে তুলল।
অনুষ্ঠানে আসা’য় অতিথি’রা বলেন এই বিবাহ যেন সুন্দর ভাবে শেষ হয় তা আমাদের জীবনের ইতিহাসে তা স্বরণীয় হিসাবে থাকুক এই সুন্দর-তম দিন।
নুরুল কবির বলেন-আজকে যার মেহেদী অনুষ্ঠানে আপনারা আসছেন সেটি আমার বড় মেয়ে- নাওশীন তাবাচ্চুম তামান্না। আমি আমার মেয়ে এমন করে লালন-পালন করে গড়ে তুলেছি সেটি আমি ছাড়া কেউ জানেনা এইটাই পৃথিবীর ইতিহাস আমার জন্য।
অতিথি মেহমান’দের মধ্যে এসে অনুষ্ঠানকে ধন্য করেছেন- পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষিক-মমতাজ ম্যাম। মেহমান’দের মধ্যে আরোও বলেন আবুল হাসেম বিবাহ’টি খুব সুন্দর ভাবে যেন শেষ হয় আল্লাহর কাছে প্রার্থনা করি।
উক্ত অনুষ্ঠানে..উপস্থিত ছিলেন, দাদা, চাচা, চাচী কালা, পুপি বিভিন্ন আত্নীয়’স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকা- প্রমুখ।
পরিশেষে সবার সহযোগিতার পরিপ্রেক্ষিতে আনন্দের মধ্যেই মেহেদী অনুষ্ঠান’টি সমাপ্তি।