নরসিংদীর শিবপুর বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আহমেদ উল কবীর এর হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জন গ্রেফতার ও বিজ্ঞ আদালতে ৩ জন আসামীর ফৌঃকাঃবিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক নিজেদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে ।শিবপুর মডেল থানার মামলা নং-০৯, তারিখ- ১২/০৬/২০২৪ ইং ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ,বিগত ০৯/০৬/২০২৪ ইং তারিখ দিবাগত রাত্রে (১০/০৬/২০২৪খ্রিঃ তারিখ ০০.৪০ ঘটিকা থেকে সকাল ০৬.১০ ঘটিকার মধ্যে শিবপুর মডেল থানাধীন বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আহমেদুল কবির(৩৭) নামক ব্যক্তিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।উক্ত ঘটনার পর ভিকটিমের স্ত্রী রেনু বেগম এর ১২/০৬/২০২৪ খ্রিঃ তারিখের অভিযোগের প্রেক্ষিতে শিবপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয।ঘটনার পরপরই পুলিশ সুপার,নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইরান পিপিএম মহোদয় শিবপুর থানা পুলিশ এবং ডিবির একাধিক টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল জনাব মোঃ মেসবাহ্ উদ্দিন,ও অফিসার ইনচার্জ শিবপুর মডেল থানা জনাব মোঃ ফরিদ উদ্দিনদের সহয়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ সাইদুর রহমান সঙ্গীয় এসআই/মোঃ আরিফ খান, এএসআই/মোঃ আল আমিন ও জেলা গোয়েন্দার শাখার একাধিক টিম ঢাকার আশকোনা এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করে। আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্যে গ্রেফতারকৃতদের মধ্যে আসামি সুজন গাজী (২৫) ও রিফাত মোল্লা(২৪) ২২ জুন ২০২৪ তারিখ এবং আসামি মো: রুবেল মিয়া ২৩ জুন ২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় নিজেদেরকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে, আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামী ১। সুমন গাজী(২৫) পিতা-মৃত শহিদ গাজী, সাং-বাড়ৈগাও, থানা-শিবপুর, জেলা-নরসিংদী।
২। রিফাত মোল্লা(২৪) পিতা-মজিবর মোল্লা, সাং-বাড়ৈগাও, থানা-শিবপুর, জেলা-নরসিংদী।
৩। সুজন গাজী(১৮) পিতা-মৃত শহিদ গাজী, সাং-বাড়ৈগাও, থানা-শিবপুর, জেলা-নরসিংদী।
৪। মোঃ রুবেল মিয়া(২৮) পিতা-মোঃ মোফাজ্জল মিয়া, সাং-বাড়ৈগাও, থানা-শিবপুর, জেলা-নরসিংদী। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ১। হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি দা, ০১টি ছুরি ও ০১টি লাঠি।
২। ভিকটিমের ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও ০১ জোড়া জুতা।